হঠাৎ করেই শূন্যতা আমাকে পেয়ে বসেছে। কেন এই শূন্যতা জানি না। জানি আমি শূন্যতায় ভুগছি। কোথায় যেন ভীষন একটা নাই নাই।এ নাই নাই ভীষণ ভয়ংকর। দমবন্ধ হয়ে আসা একটি গুমোটের মধ্যে বাস করছি। এ অবস্থায় লিখা যায় না। লিখা লিখি বন্ধ সে অনেক দিন।
রর্নবী ফেসবুকে জানতে চাইলো,
'স্যার! অনেক দিন আপনার কোন লিখা পাইনা। লিখা লিখি ছেড়ে দিলেন কেন?