আমার বিজ্ঞান ও প্রযুক্তি
লালমাটির মানুষ। ইলামিত্রের বিদ্রোহের আগুন দগদগ করে জ্বলে আমার বুকে; ল্যাংড়া, ফজলীর রসালো স্বাদ লেগে থাকে আমার মুখে; সুযোগ পেলেই ছুটে আসি ‘আমি আমারি মাঝে’।
বাবার হাত ধরে রাজশাহী ঘুরছি। বাবা বলছেন;
এটা রাজশাহী কলেজ, এটা মিউনিসিপ্যালিটি, ওটা মেডিক্যাল কলেজ, ওটা ইঞ্জিনিয়ারিং, এটা হলো রাজশাহী ইউনিভারসিটি।
বাবা টমটমওয়ালাকে বললেন, টমটম ঘোরাও। জিজ্ঞাসা করলাম,
-“রাজশাহীতে আর কিছু নাই?” বাবা জানালেন,
-আছে, এখান থেকে আর একটু আগে হরিয়ানা সুগার মিল, একটা রেল স্টেশনও আছে। রেলে ফিরবো, তখন দেখতে পাবি।
টিলার খাঁজে খাঁজে জুমচাষের মত থাক থাক ধানের সারি। এটাই ছিল আমার দেখা রাজশাহী, আমার ছোট বেলা
।